বয়স সবে সাত মাস। এখনও হাঁটতে শেখেনি। কথাও বলতে পারে না। পৃথিবীর রং-রূপ বা চ্যালেঞ্জ দেখার আগেই নির্মমতার শিকার হয়ে প্রাণ হারাতে হলো তাকে।
খুনের অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে। মা মামলা করার পর গ্রেপ্তারও করা হয়েছে একমাত্র আসামিকে।
পুলিশ জানিয়েছে, আর্থিক টানাপড়েন নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে এই খুন করেছেন বাবা।
আটক রফিকুল ইসলাম পেশায় রিকশাচালক। তিনি রাজধানীর দক্ষিণখানের মুন্সি বাড়ি এলাকায় থাকতেন।
প্রাণ হারানো শিশুটির নাম আবদুল কাদের জিলানি।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আফতাব উদ্দিন নিউজবাংলাকে জানান, সোমবার দুপুর দেড়টার দিকে তাদের বাসায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, রফিকুল একজন মাদকাসক্ত। নিয়মিত বাসা ভাড়া দিতে পারতেন না বলে বাড়িওয়ালা নানা কটূ কথা বলতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত।
‘আজকে তাদের ঝগড়ার এক পর্যায়ে রফিকুল তার সন্তানকে দুই পা ধরে উল্টা করে মাথা ফ্লোরে আছড়ে হত্যা করেন।’
এ ঘটনায় শিশুটির মা রাহিমা খাতুন দক্ষিণখান থানায় রফিকুলের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রফিকুলের বাড়ি শেরপুরের শ্রীবর্দী থানায়। আর রাহিমার বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। তিনি গৃহিনী। সংসার চলত রফিকুলের রিকশা চালানোর আয়ে।
করোনাকালে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ার প্রভাব পড়েছে রিকশাচালকদের আয়েও। বহু শ্রমিক জানাচ্ছেন, আগের মতো ভাড়া পান না তারা। মানুষের যাতায়াত কমে গেছে। তাই অনেক সময় অলস কাটাতে হয় তাদের।