অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচার করা এবং পাচারে সহযোগিতা দেয়ার অভিযোগে দুদকের মামলায় প্রশান্ত কুমার (পি কে) হালদারের নিকট আত্মীয় শঙ্খ ব্যাপারীকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত ।
সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এই আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিউজবাংলাকে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
শঙ্খ ব্যাপারী ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের সহযোগী ও নিকট আত্মীয় ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে শঙ্খ ব্যাপারীকে গ্রেপ্তার করে দুদক। এরপর তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান।
আবেদনে বলা হয়, পি কে হালদার পরস্পর যোসসাজশে অর্জিত অবৈধ অর্থ দিয়ে তার নিকট আত্মীয় শঙ্খ ব্যাপারী নামে-বেনামে দেশে-বিদেশে অনেক অবৈধ সম্পদ অর্জন করেছেন।
পি কে হালদার বিদেশে পলাতক আছেন। শঙ্খ ব্যাপারীও বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পি কে হালদার আসামি শঙ্খ ব্যাপারীর মাধ্যমে তাদের অবৈধ অর্জিত অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তাদের অবস্থান গোপন করে অবৈধভাবে লাগাতার অর্থ বিদেশে পাচার করছেন, এমন প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
আসামি শঙ্খ ব্যাপারীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে গত বছরের শুরুতেই তিন বিদেশে পালিয়ে যান। গত বছরের ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি করেন কমিশনের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।