বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পি কে হালদারের ‘সহযোগী’ শঙ্খ ব্যাপারী গ্রেপ্তার

  •    
  • ৪ জানুয়ারি, ২০২১ ১৫:২১

‘শঙ্খ ব্যাপারী পি কে হালদারের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এই ব্যবসায়ীর কাছে পি কে হালদারের অবৈধ টাকা হস্তান্তরের প্রমাণ পেয়েছেন। এরই মধ্যে ওই টাকার একটি অংশে ধানমন্ডিতে কেনা ফ্লাটের সন্ধান পাওয়া গেছে।’

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) সহযোগিতার অভিযোগে শঙ্খ ব্যাপারী নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। তাকে রিমান্ডে নেয়ার আবেদনও করা হয়েছে।

দুদক বলেছে, পি কে হালদার তার আত্মসাৎ করা টাকা এই ব্যবসায়ীর কাছে রেখেছিলেন বলে তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়।

শঙ্খ দুদকে এসেছিলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে। জিজ্ঞাসাবাদে এসে সেগুনবাগিচা এলাকায় আটক হন তিনি।

পরে দুর্নীতি নির্মূলে কাজ করা সংস্থাটির উপপরিচালক সালাহউদ্দীন তাকে জিজ্ঞাসাবাদে নিয়ে যান। এরপর বেলা পৌনে দুইটায় তাকে আদালতে নেয়া হয়। তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।

দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, ‘শঙ্খ ব্যাপারী পি কে হালদারের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এই ব্যবসায়ীর কাছে পিকে হালদারের অবৈধ টাকা হস্তান্তরের প্রমাণ পেয়েছেন। এরই মধ্যে ওই টাকার একটি অংশে ধানমন্ডিতে কেনা ফ্লাটের সন্ধান পাওয়া গেছে।’

শঙ্খ ঘোষের বিষয়ে অভিযোগ নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করছেন দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার

পি কে হালদারের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলকে অনুরোধ করার বিষয়ে জানিয়েছেন দুদকের আইনজীবী।

পি কে সম্প্রতি দেশে ফিরে আসার আবেদন করেছিলেন। তবে তাকে যেন গ্রেপ্তার করা না হয়, হাইকোর্টে সে আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। উচ্চ আদালত আদেশ দিয়েছিল তিনি দেশে ফেরামাত্র যেন গ্রেপ্তার করা হয়।

আদালতের এই আদেশের পর পি কে আর দেশে আসেননি। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং থেকে লুট করা অর্থ উদ্ধার চেয়ে আদালতে গেছেন ভুক্তভোগীরাও।

পি কে হালদারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় তার মামলার শুনানিতে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।

দুদক আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদেরকে জানিয়েছেন, পি কে হালদারের টাকা তার বান্ধবীর ৭০ থেকে ৮০টি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের প্রমাণও মিলেছে।

এ বিভাগের আরো খবর