করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কিনতে ভারতের সিরাম ইনস্টিটিউটকে অগ্রিম ৬০০ কোটি টাকা জমা দেবে দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
সোমবার দুপুরে এ অর্থ জমা দেয়া হবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘দুপুরের মধ্যে সিরামের অ্যাকাউন্টে এ টাকা জমা দেয়া হবে। অগ্রিম এ টাকা দিচ্ছে বেক্সিমকো। এর পরিবর্তে সরকার বেক্সিমকোকে টাকা ফেরত দেবে। টাকা পাওয়ার পর সিরাম ইনস্টিটিউট বাংলাদেশ সরকারকে একটি ব্যাংক গ্যারান্টিপত্র দেবে।’
সিরামের সঙ্গে চুক্তিপত্রে বলা হয়েছে, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির তৈরি করোনার টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে পাবে বাংলাদেশ। সিরাম ইনস্টিটিউট বেক্সিমকোকে অক্সফোর্ডের তৈরি ‘সার্স-সিওভি-টু এজেডডি ওয়ান টু টু টু’ টিকা সরবরাহ করবে।
চুক্তিতে আরও বলা হয়, সিরাম ভারত ও বাংলাদেশের বাজারে একই সময়ে টিকা দেবে। সিরামের টিকা ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়ার পর সেটি বাংলাদেশেও আসবে।
বেক্সিমকোর ওই কর্মকর্তা জানান, এরই মধ্যে ভারত জরুরি ক্ষেত্রে কোভিশিল্ড প্রয়োগের অনুমোদন দিয়েছে।
কোভিশিল্ড বাংলাদেশে অনুমোদনের জন্য ওষুধ প্রশাসনের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি।
দেশে কবে নাগাদ টিকা আসতে পারে এমন প্রশ্নের জাবাবে রাব্বুর রেজা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ওষুধ প্রশাসনের অনুমোদন পেলেই দ্রুত বাংলাদেশে আসবে টিকা।’
চলতি মাসেই করোনাভাইরাসের টিকা বাংলাদেশ পাবে বলে আশাব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘সবকিছু ঠিক থাকলে চুক্তির হিসাব অনুযায়ী আগামী জুনের মধ্যে সিরাম তিন কোটি টিকা দেবে বাংলাদেশকে। সরকারি নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য ও ভারতে অনুমোদনের পর বাংলাদেশে টিকা আসতে এখন আর কোনো বাধা নেই।’
এর আগে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনার টিকা নিয়ে গত বছরের ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়।
ওই দিন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা পাবে বাংলাদেশ। এ টিকা দেশের দেড় কোটি মানুষকে দেয়া সম্ভব হবে।
‘প্রতি ডোজ টিকা সরকার কিনবে পাঁচ মার্কিন ডলার দিয়ে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে ওই টিকার মূল সরবরাহকারী।’