বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে ‘মামা বাড়ির আবদার’ বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে রোববার সকালে সংবাদ সম্মেলনে মন্ত্রী সাফ জানান, মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী তামাশা চায় না সরকার।
‘জনগণ মধ্যবর্তী নির্বাচন চায় এমন কোনো দাবি কোথাও নেই। হুট করে বিবৃতি দিয়ে মধ্যবর্তী নির্বাচন চাইছে বিএনপি। এটা তো মামা বাড়ির আবদার।'
রাতের বেলায় ভোটের আয়োজন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা বিএনপির অভিযোগ। অভিযোগ নিয়ে তারা নির্বাচনি ট্রাইব্যুনালে যায় না কেন?’
বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশ করার ক্ষমতা বিএনপির নেই। নেতারা ঘরে বসে হিন্দি সিনেমা দেখে। মাঠে থাকে না। কর্মীরা কি করে আসবে? নেতা না থাকলে কর্মী থাকে?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা ও উদারতার জন্য খালেদা জিয়া সাময়িক মুক্ত বলে জানান ওবায়দুল কাদের।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দল কিছুই করতে পারেনি। একদিনের জন্যও মাঠ গরম করতে পারেনি তারা।’