নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, শাক-সবজির দাম বেড়েছে। এগুলো এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’
রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন ফখরুল। এ সময় তিনি নির্বাচন কমিশনেরও পদত্যাগ দাবি করেন।
এই দুই দাবিতে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে এবং ১০ জানুয়ারি পৌরসভা এবং মহানগরে মানববন্ধবনের ঘোষণা দেন তিনি।
বিএনপি নেতার অভিযোগ, গত ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই তারা দায়িত্বে থাকতে পারে না।
২৮ ডিসেম্বর ২৩টি পৌরসভার মধ্যে বিএনপি জেতে দুইটিতে। ১৮টিতে জেতে আওয়ামী লীগ। তিনটিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থী।
দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ভোটকে ঘিরে চলছে প্রচার, যাতে অংশ নিয়েছে বিএনপিও।
পৌর নির্বাচন নিয়ে ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশন ব্যালট বলুন আর ইভিএম বলুন কোনোটাতেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য নয়। আমরা মনে করি, এই কমিশন একেবারেই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। কালবিলম্ব না করে প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কমিশনারের পদত্যাগ করা উচিত।’