বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ১৩:৪৭

রোববার ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে তারাকান্দার গাছতলা এলাকায় বাস-অটোরিকশা সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ছয় সদস্যসহ সাত জন নিহত হয়েছে।

ময়মনসিংহের তারাকান্দায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্যসহ সাত জন নিহত হয়েছে।

ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে তারাকান্দার গাছতলা বাজার এলাকায় রোববার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও দুই জন।

নিহতদের মধ্যে তিন জন নারী, তিন জন পুরুষ ও এক জন শিশু।

নিহতরা হলেন নেত্রকোণা জেলার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন, তার স্ত্রী মাসুমা খাতুন, তাদের তিন দিন বয়সী শিশু, ফারুকের বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন, ভাবি জোসনা বেগম ও অটোরিকশাচালক রাকিবুল হাসান। রাকিবুলের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের নিউজবাংলাকে জানান, নেত্রকোণা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

নিহত ফারুক হোসেনের স্বজনরা জানান, ময়মনসিংহের একটি হাসপাতালে গত ১ জানুয়ারি ছেলে সন্তানের জন্ম দেন মাসুমা খাতুন। তারা আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন।

ওসি জানান, বাসটি জব্দ করা হয়েছে কিন্তু এর চালক, হেলপার পলাতক।

এ বিভাগের আরো খবর