নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোম্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার জামিন আদেশ দেন।
আদালতে সোহাগের পক্ষে ছিলেন অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.সারওয়ার হোসেন বাপ্পী।
গত ২ সেপ্টেম্বর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে ভিডিও ধারণ করা হয়। ৩২ দিন পর ৪ অক্টোবর সে ভিডিও ফেসবুকে প্রকাশ করা হলে দেশজুড়ে প্রতিবাদ ওঠে।
পরে এই ঘটনায় ভুক্তভোগী নারী নয় জনের বিরুদ্ধে দুটি মামলা করেন। একটি নির্যাতনের ঘটনায়, একটি পর্নোগ্রাফি আইনে।
গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন ও সোহাগ মেম্বারসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
একইসঙ্গে চার্জশীটে মামলা দু’টি থেকে গ্রেপ্তার আসামি রহমত উল্যা ও মাইন উদ্দিন শাহেদকে অব্যাহতি দেয়া হয়।
মামলায় অভিযুক্ত ১৪ জনের মধ্যে চার জন এখনও পলাতক রয়েছে।