জমিজমা, তালাক, সন্তানের অভিভাবকত্ব, ভরণপোষণ, বহুবিবাহ, নারীর প্রতি সহিংসতাসহ আইনের খুঁটিনাটি নিয়ে নিউজবাংলার নিয়মিত আয়োজন ‘আমার আইন-আমার অধিকার’।
যৌতুক, পারিবারিক সহিংসতা, সম্পত্তি, কোম্পানি আইন, চাকুরি, শ্রম আইন, মাতৃত্বকালীন অধিকার ও ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে পরামর্শ ও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন আইনজীবী ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম এবং ব্যারিস্টার মিতি সানজানা।
অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায়।
অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে পারবেন যে কোনো আইনি সমস্যা নিয়ে। সমাধানের চেষ্টা করবে নিউজবাংলা।
আইন জানা নাগরিকের জন্য একান্ত প্রয়োজন। আইন ও আইনজীবী এই শব্দগুলো নিয়ে এক ধরনের ভীতি কাজ করে। তবে আইনের আশ্রয় লাভ করা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার।
নিজের আইনগত অধিকার সম্পর্কে না জানলে যে কেউ কোনো বিষয়ে ভুল পরামর্শ দিয়ে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে।
কোনো নাগরিক রাষ্ট্রের কাছে কী কী সুযোগ সুবিধার অধিকারী, সেটি যদি তিনি না জানেন, তাহলে তিনি ন্যায্য দাবি আদায় করতে পারবেন না।
তাই প্রত্যেক নাগরিককে জানতে হবে কী তার অধিকার, আইন কী সুরক্ষা দেয় তাকে। একজন মানুষ যদি প্রতিদিনের আইন ও নিজের অধিকার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখেন তাহলে এই সুযোগ নিয়ে অন্যান্যরা তার অধিকার লঙ্ঘন করতে পারে যে কোনো সময়।
সময়ের সঙ্গে মানুষের জীবনে নানা ধরনের পরিবর্তন হওয়ার কারণে অনেক নতুন নতুন আইনের উদ্ভব হচ্ছে। তাই নতুন দিনের সঙ্গে তাল মিলিয়ে আপনার জানাশোনাকেও আপডেট করতে হয়।
আর আপনার এই জিজ্ঞাসার সমাধান দিতেই থাকছেন দুই আইনবিদ।