বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩০ লাখ টাকায় ‘বিক্রি’ ধানের শীষের প্রার্থী

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ১৬:২০

‘আলতাফ হোসেন ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে আসেন। আগামী ৬ জানুয়ারি আমরা বিষয়টি নিয়ে বসছি। কেন তিনি আপিল করলেন না তার কারণ জানতে চাওয়া হবে।’

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন প্রামাণিক ৩০ লাখ টাকা নিয়ে মনোনয়নপত্রে ইচ্ছা করে ভুল করেছেন বলে অভিযোগ করেছেন দলটিরই নেতারা।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় ভুল থাকায় বিএনপির প্রার্থী শূন্য হয়ে গেছে বেলকুচি। ফলে দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে সিরাজগঞ্জের ওই এলাকায় দলটিকে নির্বাচনের বাইরেই থাকতে হবে, যদিও সেখানে বিএনপির বেশ ভালোই শক্তি আছে।

গত ৩০ ডিসেম্বর প্রার্থিতা জমা দেয়ার শেষ দিনে আলতাফ হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার বিরুদ্ধে নাশকতার মামলা থাকলেও তিনি সেটা হলফনামায় উল্লেখ করেননি।

সরকারবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় ওই মামলায় আলতাফ জামিনে আছেন।

রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা বাতিল করলেও এই আদেশের বিরুদ্ধে আপিল করেননি বিএনপির প্রার্থী। অর্থাৎ তিনি সেই আদেশ মেনে নিয়েছেন।

শনিবার বিষয়টি নিয়ে বেলকুচিতে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতারা। এ সময় তারা টাকার বিনিময়ে ভোট থেকে সরে দাঁড়ানোর অভিযোগ আনেন দলের প্রার্থীর বিরুদ্ধে।

বেলকুচি মডেল ডিগ্রি কলেজে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আলতাফের কারণে দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। বেলকুচিতে বিএনপির রাজনীতি সংকটাপন্ন হয়ে পড়েছে।

আলতাফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বানও জানান নেতারা।

সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল ও সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান সরকার।

উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করীম, হাফিজুর রহমান, হেলাল উদ্দিন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানও।

এ বিষয়ে জানতে চাইলে আলতাফ নিউজবাংলাকে বলেন, ‘আমার একটি মামলার তথ্য ভুলক্রমে উল্লেখ করা ছিল না। আর নানাবিধ চাপ থাকায় আপিল করতে পারি নাই।’

তবে কী সে চাপ, সেটা ব্যাখ্যা দেননি তিনি।

যারা সংবাদ সম্মেলনে করছেন তারা উপজেলা বিএনপির কমিটির মূল দায়িত্বে নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

আলতাফকে নিয়ে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন এখন এলাকায় তুমুল আলোচনার বিষয়।

বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বনি আমিন বলেন, ‘আলতাফ হোসেন ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে আসেন। আগামী ৬ জানুয়ারি আমরা বিষয়টি নিয়ে বসছি। কেন তিনি আপিল করলেন না তার কারণ জানতে চাওয়া হবে।’

আলতাফকে নিয়ে এভাবে সংবাদ সম্মেলন করাতে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলেও মনে করেন এই নেতা। বলেন, ‘যারা সংবাদ সম্মেলন করেছেন তাদের বিষয়েও আলোচনা হবে। তাদেরও জবাব চাওয়া হবে।

এ বিভাগের আরো খবর