বিশিষ্ট নারী নেত্রী, মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আয়শা খানম ছিলেন এক জন সাহসী যোদ্ধা। দেশে নারীর ক্ষমতায়নে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আয়শা খানমের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ এক জন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল।’
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আয়শা খানম। ছবি: নিউজবাংলা
এদিকে আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শোকবার্তায় তিনি বলেন, ‘আয়শা খানম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচমেট এবং অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আশির দশকের শেষের দিকে এবং নব্বইয়ের দশকের প্রথম দিকে নারী ও শিশু পাচার রোধে আমরা একসাথে কাজ করেছিলাম।
‘মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক আয়শা খানমের মৃত্যুতে জাতি এক জন বিশিষ্ট নারী নেত্রীকে হারাল।’
আয়শা খানমের মৃত্যুতে শোক জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘বাংলাদেশে নারী অধিকার রক্ষা ও নারীর প্রতি সব রকমের সহিংসতা প্রতিরোধে সর্বদা তিনি সোচ্চার ছিলেন।’