সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি ওই বাসের চালক মো. শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি জানান, শহীদ পালিয়ে সুনামগঞ্জ শহরেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ২৮ ডিসেম্বর ভোরে সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বাজারের বুঙ্গাইরগাঁও থেকে হেলপার রশিদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরদিন ২৯ ডিসেম্বর দুপুরে মুখ্য বিচারিক হাকিম রাগীব নূরের আদালতে হেলপার রশিদ জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় চলন্ত বাসে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান বাসের চালক ও তার সহযোগী। মেয়েটি ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেয়। এরপর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অজ্ঞাত পরিচয় তিন জনকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।