বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গায়ক ইমনের বিরুদ্ধে স্ত্রীর মামলার শুনানি রোববার

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ০০:০০

৩ জানুয়ারি অভিযোগপত্রটি ঢাকার মুখ্যমহানগর হাকিমের আদালতে শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও গায়ক শওকত আলী ইমনের বিরুদ্ধে রমনা থানায় তার স্ত্রী রিদিতা রেজার করা যৌতুকের মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

৩ জানুয়ারি অভিযোগপত্রটি ঢাকার মুখ্যমহানগর হাকিমের আদালতে শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে।

রমনা থানার মুন্সির দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. ইমরুল শুক্রবার নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) তাহমিনা রহমান ২৫ ডিসেম্বর অভিযোগপত্রটি উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট আদালত নিবন্ধন কর্মকর্তার কাছে জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, শওকত আলী ইমন এক জন যৌতুকলোভী ও মারমুখী লোক। তিনি সামান্য কারণেই মামলার বাদী রিদিতা রেজাকে মারধর করতেন। এ কারণে রিদিতা নিজের নিরাপত্তার কথা ভেবে মামলা করতে বাধ্য হয়েছেন।

এতে আরও বলা হয়, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ইসলামিক রীতি মেনে সামাজিকভাবে একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন ইমন। কিন্তু বিয়ের পর থেকে রিদিতার কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করে আসছিলেন ইমন। যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তিনি। গত ৩ জুলাই রাত সাড়ে ১১টায় ইমন তার ইস্কাটন গার্ডেনের বাসায় আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। বাদী অস্বীকৃতি জানালে ইমন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন।

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর রিদিতা বাদী হয়ে যৌতুক আইনে রমনা থানায় ইমনের বিরুদ্ধে মামলা করনে।

গত ২৫ সেপ্টেম্বর ইমনকে ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

১ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর মুখ্যহাকিম কায়সারুল ইসলাম আপসের শর্তে দুই হাজার টাকা মুচলেকায় ইমনের জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর ইমন ২০১২ সালের ৬ ডিসেম্বর তিথি কবির নামের এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন।

এ বিভাগের আরো খবর