করোনার কারণে বন্ধ স্কুল। হয়নি বই উৎসবও। তাই বলে কি শিক্ষার্থীরা নতুন বই পাবে না?
বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে ভ্যানে চড়ে বের হয়েছেন কুমিল্লা সদর উপজেলার একদল শিক্ষক।
উপজেলার চাঁনপুর এলাকায় কুমিল্লা হাইস্কুলের ওই শিক্ষকরা ভ্যানবোঝাই বই নিয়ে গিয়েছেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি। বিলি করেছেন নতুন বই।
কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, ‘করোনার কারণে এবার আনন্দ নিয়ে বই উৎসব করা যায়নি। তাই শিক্ষার্থীদের বাড়ি গিয়ে বই পৌঁছে দিলাম।’
করোনার কারণে শিক্ষার্থীদের যেন বাড়ি থেকে বের হতে না হয় সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক হুমায়ুন। তিনি বলেন, ‘যেসব এলাকায় ভ্যান যেতে পারেনি সেখানে শিক্ষকরা পায়ে হেঁটে শিক্ষার্থীদের ঘরে বই পৌঁছে দিয়েছেন।’
তবে স্কুলের কাছে যাদের বাসা তারা স্কুলে গিয়েই সংগ্রহ করেছে নতুন বই।
জেলার অন্যান্য স্কুলেও উৎসবহীন পরিবেশে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে গিয়ে বই সংগ্রহ করেছে।
বই নিতে একাই গিয়েছে নগরীর গুলবাগিচা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ইফফাত আরা স্বর্ণা। বলল, ‘বন্ধুদের সঙ্গে দেখা হয় না অনেক দিন। তাই আজ বই নিতে এসেও তেমন আনন্দ লাগছে না।’