রাজধানীর বংশাল ও ওয়ারী এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বিক্রি করায় দায়ে চার প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই চারটিসহ পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর বংশাল ও ওয়ারী থানার নবাবপুর আজিজ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শুক্রবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানটির কথা জানানো হয়।
নিম্নমানের কয়েল তৈরির অভিযোগে চার কারখানা বন্ধ করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নবাবপুর এলাকার আজিজ মার্কেটে অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেকট্রিক সকেট, সুইচ অবৈধ উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ করায় উৎপাদনকারী পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা ২০ লাখ টাকা মূল্যের ১৫০ কয়েল তার, বৈদ্যুতিক বিভিন্ন পণ্য তৈরির কাঁচামাল ধ্বংস করা হয়। চারটি অবৈধ বৈদ্যুতিক তার উৎপাদন কারখানাও সিলগালা করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেকট্রিক সকেট, সুইচসহ বিভিন্ন রকম পণ্য অবৈধ উৎপাদন ও বিক্রি করে আসছিল।