সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন বছরে দেশে ফিরে আসবে ইতিবাচক রাজনীতির ধারা। আরও এগিয়ে যাবে বাংলাদেশ।
সরকারি বাসভবনে শুক্রবার সকালে ব্রিফিংয়ে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।
ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে পাবে করোনা মুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ।
‘দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে প্রত্যাশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করব।’
নতুন বছরে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার, সকল সংকট মোকাবিলার শক্তি দান, সবার জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনাও রেখেছেন শেখ হাসিনা।
শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশ করোনা মহামারির ভয়াবহতা মোকাবিলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।