স্থগিত করার এক দিন পর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি কার্যক্রম আবার শুরুর ঘোষণা এল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ জানুয়ারি এই লটারি হবে।
স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন করার জন্য আরও সাত দিন সময় দেয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।
সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স বেঁধে দিয়ে যে আদেশ দেয়া হয়েছিল, নতুন বিজ্ঞপ্তিতে সেটিও পরিবর্তন করা হয়েছে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না। তবে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আয়েশা খানম নামে এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মিজানুর রহমান হাইকোর্টে রিট করেন।
আয়শা খানমের বয়স ১১ এর কম হওয়ায় তার ভর্তির আবেদন গ্রহণ করা হয়নি।
বুধবার স্কুলে ভর্তির লটারি হওয়ার কথা ছিল। আগের শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা স্থগিত করে ১১ বছরের কম বয়সীদের ভর্তির সুযোগ করে দেয় হাইকোর্ট। সেই সঙ্গে অনলাইনে ভর্তির জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা সাত কার্যদিবস বাড়ানোর নির্দেশ দেয়া হয়।
দুই দিন পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বয়সের কারণে আগে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে। আবেদনের জন্য সফটওয়্যার এরই মধ্যে খুলে দেয়া হয়েছে।
গত ২৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, করোনাভাইরাসের কারণে মাধ্যমিকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হচ্ছে না। লটারির মাধ্যমে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।