বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজ নারী ঘরে ফিরলেন ফেসবুকের কল্যাণে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ২০:৪৮

স্ট্রোক করার পর মানসিক ভারসাম্য হারানো কুমিল্লার এক নারী নিখোঁজ হন গত ১৩ জুন। গত ২৬ ডিসেম্বর নরসিংদীর মাধবদীতে সড়কের ধারে অপ্রকৃতস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ হলে চারদিন পর কুমিল্লা থেকে ছুটে আসেন স্বজন।

কুমিল্লা থেকে নিখোঁজের ছয় মাস পর এক মধ্যবয়স্ক নারীর সন্ধান মিলেছে নরসিংদীতে।

সড়কের ধারে অপ্রকৃতিস্থ অবস্থায় ৪৫ বছর বয়সী এই নারীকে উদ্ধারের পর একটি সামাজিক সংগঠন তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছে।

কাহিনিটি সামাজিক মাধ্যমে প্রচার হলে চার দিন পর স্বজনরা এসে নিয়ে গেলেন তাকে।

নরসিংদীর মাধবদীর মানবসেবা সংগঠনের সাহিত্য সম্পাদক আল-আমিন জানান, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদি গ্রামে রাস্তার পাশ থেকে শীতে কাতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়।

তিনি জানান, ওই নারী কথা বলতে পারছিলেন না। তার চুলে দীর্ঘদিনের ময়লার জট ও মলমূত্র মাখা শরীর ছিল। উৎকট গন্ধ বের হওয়ায় কেউ তার কাছেই যেতে চাচ্ছিল না।

স্ত্রীর সহযোগিতায় আল আমিন তাকে বাড়ি নিয়ে যান। তার চুল কেটে গোসল করিয়ে বাড়িতে আশ্রয় দেন।

পরে মানবসেবা সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ইমন, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, মাধবদী থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্যরা বাড়িতে ওই নারীকে দেখতে যান।

পরদিন তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছার কথা বলেন ওই নারী।

তার কাহিনি সামাজিক মাধ্যমে প্রচার হলে স্বজনরা ছুটে আসেন সেখানে। পরে পরিচয় নিশ্চিত হলে তাকে পরিবারের সদস্যদের কাছে তুলে দেয়া হয়।

বুধবার সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামানের উপস্থিতিতে ওই নারীকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লা থেকে আসা জমিলা বেগমের স্বামী আবুল হাশেম জানান, জমিলা বেগম স্ট্রোক করার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত ১৩ জুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ১৯ জুন বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন জানান, মানবসেবা সংগঠনের কর্মীদের কাছে খবর পেয়ে তিনিও হাসপাতালে নিয়ে যান। তিনি কিছুটা সুস্থ হলে স্থানীয় ইউপি সদস্য ও মাধবদী থানা পুলিশকে জানানো হয়। চারদিন পর কুমিল্লা থেকে তার স্বজনরা আসে।

এ বিভাগের আরো খবর