বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনাকালে বই উৎসব যেভাবে

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১৮:৫৮

১ জানুয়ারির বই উৎসব হবে না। ২ থেকে ১২ জানুয়ারি স্কুলে বিতরণ করা হবে বই। তবে একদিনে সব শিক্ষার্থীকে ডাকা হবে না। কোনো একটি শ্রেণির শিক্ষার্থীদের ভাগ করে চার দিনে বিতরণ করা হবে বই।

করোনার কারণে বন্ধ স্কুল। ফলে এবার বছরের প্রথম দিন নতুন বই বিতরণের উৎসব দেখা যাবে না।

বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে ২৩ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের ১৪ জন মাধ্যমিকের, আর নয় জন প্রাথমিকের শিক্ষার্থী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানটি শুরু হবে। সকাল ১০টার পর সরকারপ্রধান এতে যোগ দেবেন ভার্চুয়ালি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু খায়ের নিউজবাংলাকে জানান, অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করার আরও দুই দিন পর থেকে স্কুলে-স্কুলে বিতরণ করা হবে বই।

তবে সেখানে দল বেঁধে যেতে পারবে না শিশু-কিশোররা। প্রতি দিন ডাকা হবে একেকটি শ্রেণির শিক্ষার্থীদের। তারা একজোট হয়ে আসার বদলে একজন একজন করে আসবে।

আর প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলে আসতেই দেয়া হবে না। তাদের বই নিয়ে যাবেন বাবা-মা বা অন্য অভিভাবক।

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরের বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেয়ার কর্মসূচি হাতে নেয়। প্রতি বছর ১ জানুয়ারি দেশজুড়ে স্কুলে ঘটা করে উৎসব করে বই তুলে দেয়া হয়।

এ বছর আর স্কুলে স্কুলে নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীদের েএমন উল্লাস দেখা যাবে না। ছবি: সংগৃহীত

উৎসবে স্কুলের পোশাক করে দল বেঁধে আসা শিশুদের বই হাতের ছবি প্রতি বছর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে আলোড়ন তৈরি করে।

তবে করোনাকাল মানুষের জীবন যেভাবে পাল্টে দিচ্ছে, তাতে বাদ যায়নি এই উৎসবও। শিক্ষামন্ত্রী দীপু মনি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ‘করোনা সংক্রমণ রোধে এ বছর বই উৎসব করা যাচ্ছে না। তবে যথাসময়ে আমরা শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই পৌঁছে দেব।’

৩০ ডিসেম্বরের মধ্যে সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছে এনসিটিবি। ২০২১ শিক্ষাবর্ষের জন্য ছাপা হয়েছে প্রায় ৩৫ কোটি বই।

এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা নিউজবাংলাকে বলেন, ২ জানুয়ারি থেকে ১২ দিন ধরে এই বই বিতরণ হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, করোনা পরিস্থিতির কারণে এবার এক দিনে না করে, শ্রেণি ভাগ করে মোট ১২ দিনে বিতরণ করা হবে বই।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য তিন দিন করে সময় দেয়া হবে। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত চারটি শ্রেণিতে সপ্তাহে তিন দিন করে মোট ১২ দিনে বই বিতরণ করতে হবে।

প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে এবার অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এ বছর ১৫১টি প্রিন্টিং প্রেসে ছাপা হয়েছে বই। এর মধ্যে ২৪ কোটি ৪১ লাখ বই মাধ্যমিক পর্যায়ের এবং ১০ কোটি ৫৪ লাখ বই প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য ছাপানো হয়েছে।

গত ১১ বছরে ৩৬৬ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৫৬৬টি বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর