ফেসবুকের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে রাজধানীতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী মো. সাদ্দাম হোসেন ভূইয়া ওরফে অন্তু। অন্তুর বাড়ি কুমিল্লার দেবীদ্ধার থানার সুলতানপুর (ভূইয়া বাড়ি) এলাকায়।
মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর একটি দল ঢাকার দারুসসালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) এনায়েত কবির সোয়েব। তিনি বলেন, সাদ্দাম ভুইয়া একাধিক বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর, বিভ্রান্তমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন পোস্ট দেন। তা ছাড়া বিভিন্ন পেজে ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কমেন্টস ও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য শেয়ার করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাদ্দাম দীর্ঘদিন যাবৎ ফেসবুক ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে এ ধরনের বিভ্রান্তিমূলক কমেন্টস ও পোস্ট শেয়ার করে আসছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়।
সাদ্দামের বিরুদ্ধে দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।