বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে হবে মাল্টিলেভেল পার্কিং

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১৮:২২

ডিএনসিসি মেয়র বলেন, ‘তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সড়কটি সাবেক মেয়র আনিসুল হক দখলমুক্ত করেছিলেন। কিন্তু মাঝে মাঝে আবার এটা দখল হয়ে যায়। এরপর আমরা আসি বা পুলিশকে বললে আবার খালি হয়।’

রাজধানীর সাতরাস্তা মোড় থেকে রেলক্রসিং এবং পার্শ্ববর্তী এলাকার সড়কগুলো দখলমুক্ত রাখতে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে মাল্টিলেভেল পার্কিং নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা পরিদর্শন শেষে বুধবার ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ পরিকল্পনার কথা জানান।

২০১৫ সালের ডিসেম্বরে সাতরাস্তা থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত ও আশপাশের সড়কগুলো ট্রাকমুক্ত করে ডিএনসিসি। ট্রাক রাখার জন্য তখন তেজগাঁও রেলওয়ের খালি জায়গা নির্ধারণ করে দেয়া হয়।

সড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং বন্ধ এবং রাস্তার উন্নয়ন করায় এর সুফলও পেতে শুরু করে নগরবাসী। তবে বর্তমানে মূল সড়ক মোটামুটি চলাচলের উপযোগী থাকলেও আশপাশের সড়কগুলো দখলে চলে গেছে।

বিষয়টিকে ‘চোর-পুলিশ খেলা’ অভিহিত করে স্থায়ী সমাধানের জন্য ট্রাকস্ট্যান্ডে মাল্টিলেভেল (বহুতল বিশিষ্ট) পার্কিং নির্মাণের পরিকল্পনার কথা জানান ডিএনসিসি মেয়র।

সিটি করপোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতাদের নিয়ে পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সড়কটি সাবেক মেয়র আনিসুল হক দখলমুক্ত করেছিলেন। কিন্তু মাঝে মাঝে আবার এটা দখল হয়ে যায়। এরপর আমরা আসি বা পুলিশকে বললে আবার খালি হয়। এর একটা স্থায়ী সমাধান দরকার।’

মেয়র আতিক আরও বলেন, ‘এটা মূলত রেলওয়ের জায়গা। আমরা রেলওয়েকে বলব, এখানকার ২১ বিঘা জমি দিয়ে দেওয়ার জন্য। তাহলে একটা প্রজেক্টের মাধ্যমে এখানে মাল্টিলেভেল পার্কিংয়ের বন্দোবস্ত করতে পারি। এর মাধ্যমে আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যাব।’

ডিএনসিসি কর্মকর্তাদের রেলওয়ের কাছে চিঠি পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘আমরা আর চোর পুলিশের খেলা খেলতে চাই না। রেলমন্ত্রীর সঙ্গে আমি নিজেও কথা বলব।’

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির হিসাবে, তেজগাঁও এলাকা থেকে প্রতিদিন কমপক্ষে সাত হাজার ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ চলাচল করে। কিন্তু তেজগাঁও স্ট্যান্ডে দুই হাজারের মত ট্রাক রাখার জায়গায় আছে। বাকিগুলো সড়কেই রাখা হয়।

এ বিভাগের আরো খবর