বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংখ্যালঘু নির্যাতন: ‘পাঁচ বছরে সবচেয়ে বেশি ২০২০ সালে’

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১৭:৫৪

জাতীয় হিন্দু মহাসভার দাবি, ২০২০ সালে ৪০ হাজার ৭০৩টি অপরাধের ঘটনা ঘটেছে। হত্যার শিকার হয়েছে ১৪৯ জন, ধর্ষণের শিকার হয়েছে ৫৩ জন, দেশত্যাগে বাধ্য করা হয়েছে দুই হাজার ১২৫ পরিবারকে।

গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরেই সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে বলে দাবি করেছে জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন।

সংবাদ সম্মেলন করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছর হত্যা, হামলা, জমি দখল, অপহরণ, ধর্মান্তর, ধর্ষণ, উচ্ছেদ, দেশত্যাগে বাধ্য করা সহ ৪০ হাজার ৭০৩টি ঘটনা ঘটেছে।

সংগঠনটির সভাপতি বিধান বিহারী গোস্বামীর দাবি, এই এক বছরে হত্যার শিকার হয়েছে ১৪৯ জন। ধর্ষণের শিকার হয়েছে ৫৩ জন এবং দেশত্যাগে বাধ্য করা হয়েছে দুই হাজার ১২৫ পরিবারকে। ৩৭০টি প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি নির্যাতনের ঘটনাগুলো তদন্তে একটি স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের কথা বলা হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সংসদে ৬০টি সংরক্ষিত আসন রাখার দাবিও তোলা হয়েছে।

সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বললেও বাস্তবে হিন্দুদের প্রতি নির্যাতনের বিপক্ষে তেমন ব্যবস্থা নেয়নি। বিচারহীনতার সংস্কৃতি ও সরকারের অনীহার কারণে দিন দিন সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েই চলেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হলেও এদেশের হিন্দু সম্প্রদায় কখনোই স্বাধীনতার স্বাদ লাভ করে নাই। ১৯৭৪ সালে পরিত্যক্ত সম্পত্তি আইন পাস করে এ দেশের ২৬ লক্ষ একর সম্পত্তি দখল করা হয়েছে। এসব নির্যাতন-নিপীড়নের ব্যাপারে কোনো সরকারই কর্ণপাত করেনি, তাই আমরা সংরক্ষিত আসন, পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন সংখ্যালঘু কমিশন চাই।’

এ বিভাগের আরো খবর