জাতীয় প্রেসক্লাব এলাকায় বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ের পশ্চিম সড়ক হয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা সেই বাধা অতিক্রম করতে চাইলে পুলিশ তাদের ওপর চড়াও হয়।
সংঘর্ষের সময় উভয়পক্ষকে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়৷ পরে পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি শুরু করেন।
এ সময় সমাবেশ থেকে মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। ১৫-২০ মিনিট পর পরিস্থিতি শান্ত হলে সমাবেশ ফের শুরু হয়।
এ ঘটনায় পুলিশ ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশের দাবি কাউকে আটক করা হয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে ৩০ ডিসেম্বরকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি।
দিবসটি উপলক্ষে বুধবার ওই নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে সারা দেশে এক যোগে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি।
কর্মসূচি অনুযায়ী, জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে যোগ দিতে সকাল সাড়ে ১০টা থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা দলের চেয়ারপারসন দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।
এর আগে সকাল থেকেই প্রেসক্লাবের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পরে সমাবেশ চলার সময়ই তারা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীম নিউজবাংলাকে বলেন, ‘আমরা কেবল নিরাপত্তা জোরদার করতে কিছু ব্যবস্থা নিয়েছি। কাউকে আটক করা হয়নি৷
‘সমাবেশস্থল থেকে অনেকেই বিশৃঙ্খল আচরণ দেখাচ্ছিল, আমরা তাদের শৃঙ্খলায় আনার চেষ্টা করেছি মাত্র।’
তবে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল জানান, সমাবেশ থেকে তাদের ৩০ থেকে ৩৫ জন্য নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে প্রেসক্লাবের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
প্রেসক্লাবের সামনের সড়কটিতে মেট্রোরেলের কাজ থাকার জন্য রাস্তা এমনিতেই সরু ছিল। তার ওপর বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে সকাল সাড়ে ১০টার পর থেকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।