বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজস্ব শিপইয়ার্ডেই নির্মাণ হবে যুদ্ধজাহাজ: প্রধানমন্ত্রী

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১২:২৩

প্রধানমন্ত্রী জানান, নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে কিছু কিছু কাজ এরই মধ্যে শুরু হয়েছে।

নিজস্ব শিপইয়ার্ডেই যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

‘আমরা সরকারে আসার পর খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিই। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের ড্রাই ডকইয়ার্ডও নৌবাহিনীকে দেয়া হয়। আমাদের লক্ষ্য হলো নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজও তৈরি করব, যার কাজ আমরা ইতিমধ্যে কিছু কিছু শুরুও করেছি’, বলেন প্রধানমন্ত্রী।

‘এ ছাড়াও কক্সবাজারের পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি এবং রমনাবাদে নৌবাহিনীর আরেকটি ঘাঁটি সম্প্রসারণের কাজও করছি। এভাবে আমাদের যে বিশাল সমুদ্ররাশি, তার সম্পদটা যেন আমাদের অর্থনীতির কাজে ব্যবহার করতে পারি, সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি’, যোগ করেন তিনি।

বুধবার নৌবাহিনীর এ অনুষ্ঠানে ‘মিডশিপম্যান ২০১৮ আলফা’ এবং ‘ডিইও ২০২০ ব্রাভো’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ বছর মিডশিপম্যান ২০১৮ আলফা ব্যাচে ৩১ জন মিডশিপ ম্যান এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচে ৩২ জন ডিরেক্ট এন্ট্রি অফিসার শিক্ষা সমাপনী সনদ নেন।

বুধবার চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাসবাংলা

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিল, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ অথবা খালেদা জিয়া, এরা কেউই সমুদ্রসীমায় আমাদের যে অধিকারটা আছে সেটার কখনো গুরুত্বও দেয়নি বা কোনো উদ্যোগও গ্রহণ করেনি।

‘আমরা ছিয়ানব্বইয়ে ক্ষমতায় আসার পর থেকেই সমুদ্রসীমা অর্জনের প্রস্তুতি গ্রহণ করি। ২০০৯ এ যখন আমি সরকার গঠন করি তখনই আমরা উদ্যোগ নেই। এক দিকে প্রতিরক্ষা নীতিমালাকে সময়োপযোগী করে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করি, অন্য দিকে আমাদের সমুদ্রসীমায় যে অধিকার আছে সেটা নিয়ে তথ্য-উপাত্ত যোগাড় করে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমাদের দুটি প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার। বন্ধুত্ব বজায় রেখেই আমরা বিজয় অর্জন করি। এতে বিশাল সমুদ্রসীমা অর্জন করতে সক্ষম হই।’

নৌবাহিনীকে শক্তিশালী করার নানা উদ্যোগও তুলে ধরেন সরকার প্রধান। তিনি বলেন, ‘নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য আমরা এরই মধ্যে ২৭টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। ২০১৭ সালে নৌবহরে দুটি অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হয়েছে। ফলে নৌবাহিনীকে আমরা সম্পূর্ণ ত্রিমাত্রিক একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি।

‘কারণ এখানে আমরা এভিয়েশন সিস্টেম থেকে শুরু করে সবকিছু করে দিয়েছি। পাশাপাশি প্রশিক্ষণটাকে আরও উন্নত করার জন্য বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করে দেই। নৌবাহিনী সদস্যদের আবাসন সমস্যা সমাধানে ফ্ল্যাটও নির্মাণ করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই প্রতিটি বাহিনীকে তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের সবসময় লক্ষ্য, আমাদের এ দেশটা স্বাধীন দেশ, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সব রকমের প্রস্তুতি নেব। কিন্তু সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় এ পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলব। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না।’

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের প্রত্যেক মানুষ ঠিকানা পাবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের নীতি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোনো মানুষ গৃহহীন থাকবে না, প্রত্যেক মানুষেরই ঠিকানা হবে, এটাই আমাদের লক্ষ্য। এটাই মুজিববর্ষ পালনে আমি মনে করি সবচেয়ে বড় উদ্যোগ।

‘এ লক্ষ্য সামনে রেখেই দেশের প্রতিটি এলাকায় যারা ভূমিহীন, গৃহহীন তাদেরকে সরকারিভাবে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। প্রথম যখন আমরা ক্ষমতায় আসি, সাতানব্বই সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। তখনই আমরা প্রথম উদ্যোগ নিয়েছিলাম গৃহহীনদের বিনা পয়সায় ঘর করে দেবো।’

এ সময় গৃহহীনদের ঘর করে দেয়ার আশ্রয়ণ প্রকল্পের শুরুটা কেমন ছিল তাও জানান সরকার প্রধান।

তিনি বলেন, ‘এই প্রকল্প প্রথম শুরু হয় নৌবাহিনীর হাত ধরে। সেন্টমার্টিন দ্বীপের ৭০টি ভূমিহীন পরিবারকে সেই প্রকল্পের মাধ্যমে ঘর করে দেয় নৌবাহিনী। পরে সারা দেশে সেনা সদস্য ও প্রশাসনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের সচিবরাও উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন বাহিনী থেকেও উদ্যোগ নেয়া হয়েছে। যে যার মতো করে গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করে যাচ্ছে।’

দেশে শত ভাগ বিদ্যুতায়ন বাস্তবায়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মুজিববর্ষে ব্যাপকভাবে না হোক কিছু কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি যেগুলো দেশের জন্য, জাতির জন্য সবচেয়ে বেশি কল্যাণকর।

‘আমাদের সিদ্ধান্ত প্রতি ঘরে আমরা আলো জ্বালব। ইতিমধ্যে প্রায় ৯৯ ভাগ মানুষের ঘরে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরেই আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারব।’

এ বিভাগের আরো খবর