সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে শিশুসহ চার যাত্রী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার ভোররাত সাড়ে পাঁচটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পশ্চিমবাজারে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী নিউজবাংলাকে জানান, বিস্ফোরণ হলে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও হতাহতদের উদ্ধার করে।
তিনি জানান, মরদেহ পুড়ে যাওয়ায় কাউকে এখনও শনাক্ত করা যায়নি। আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের মরদেহ। ছবি: নিউজবাংলাফায়ার সার্ভিসের গোলাপগঞ্জ স্টেশনের পরিদর্শক এনামুল মুনির জানান, ‘ছয়টার কিছু আগে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই মাইক্রোবাসটি ভস্মীভূত হয়ে যায়। মাইক্রোবাস থেকে ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে। আমরা প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনি।’