যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিজ্ঞপ্তি জারি করে। ১ জানুয়ারি (শুক্রবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে (সরাসরি বা অন্য কোনো দেশ হয়ে ) বাংলাদেশে আসা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এ নির্দেশনা প্রাথমিকভাবে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যাত্রীরা কে কোথায় কোয়ারেন্টাইনে থাকবে তা বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ঠিক করবেন।
বিজ্ঞপ্তিটি দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে আসা প্রত্যেক যাত্রীর করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক।
যুক্তরাজ্যে সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হয়। নতুন ওই করোনাভাইরাস আগের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তবে এটি আগের চেয়ে প্রাণঘাতী কিনা তা জানা যায়নি।
এ পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। যদিও ইতোমধ্যে করোনার ওই নতুন ধরন ইউরোপের কয়েকটি দেশসহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকায় সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়।