বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোট বেশি পড়েছে কুয়াকাটায়, কম সীতাকুন্ডে

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ২০:৪৩

সোমবার অনুষ্ঠিত এ ভোটে মোট ভোট পড়েছে ৬৫.০৬ শতাংশ। মেয়র পদে ভোট পড়ার হারও ৬৫ শতাংশ বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

প্রথম ধাপে অনুষ্ঠিত ২৪ পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। সাগরকন্যা নামে খ্যাত এই পৌরসভায় ভোট পড়েছে ৮৫.৩১ শতাংশ।

অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে। জাহাজভাঙ্গা শিল্পকেন্দ্র হিসেবে বিখ্যাত এবং পাহাড় ও সাগরের পৌরসভা সীতাকুন্ডে ভোট পড়েছে ৪০.৮৭ শতাংশ।

সোমবার অনুষ্ঠিত এ ভোটে মোট ভোট পড়েছে ৬৫.০৬ শতাংশ। মেয়র পদে ভোট পড়ার হারও ৬৫ শতাংশ বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক (যুগ্মসচিব) এসএম আসাদুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবারের ভোটে ২৪ পৌরসভার মধ্যে ২৩টির ফলাফল প্রকাশ হয়েছে। একটিতে মেয়র পদের ফলাফল প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে।

বহুদিন পর ভোটারের খরা কাটিয়ে কেন্দ্রে উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায় সোমবার পৌরসভার নির্বাচনের প্রথম ধাপের ভোটে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট দেন ভোটাররা।

ইসি জানায়, ভোট শেষ হওয়ার আগেই খুলনার চালনা পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী আবুল খয়ের খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ওই পৌরসভায় মেয়র পদের ফল স্থগিত করে ইসি।

দলীয় প্রতীকের এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিন জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

২৩ পৌরসভায় ৬ লাখ ১২ হাজার ৫৭০ জন ভোটার ভোট দেয়ার সুযোগ পান। এর মধ্যে মেয়র পদে বৈধ ভোট পড়েছে ৩ লাখ ৯৭ হাজার ৭৭৯টি।

এ বিভাগের আরো খবর