বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার দ্বিতীয় ঢেউ আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২০ ১৯:৫৬

স্বাস্থ্যবিধি নিয়ে জনগণের উদাসিনতা উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। তার মতে, ডিসেম্বরের শুরুতে করোনা সংক্রমণের হার কমে এসেছে।

করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশনা থাকলেও নির্ভার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। দ্বিতীয় ঢেউ বাংলাদেশে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি। তবে স্বাস্থ্যবিধি নিয়ে জনগণের উদাসিনতায় স্বাস্থ্যমন্ত্রী উদ্বিগ্ন।

মঙ্গলবার প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় কী?’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিয়ম সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে দেশ। তিনি বলেন, ‘আমরা আশা করছি, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের দেশে দেখা দেবে না। অন্যান্য দেশে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকারে দেখা দিলেও আমাদের দেশে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।’

করোনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে বলেও জানান জাহিদ মালেক। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ২০তম। ভারত, যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে।’

তবে স্বাস্থ্যবিধি নিয়ে জনগণের উদাসিনতায় উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করেন তিনি। তার মতে, ডিসেম্বরের শুরুতে করোনা সংক্রমণের হার কমে এসেছে।

‘যদিও অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। বিয়ে ও সামাজিক অনুষ্ঠান বেড়ে গেছে। মানুষ মাস্ক ছাড়া ইচ্ছেমতো কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ঘুরছে, বেড়াচ্ছে। এটা উদ্বেগের কারণ।’

টিকা নিয়ে প্রস্তুতির সবশেষ অবস্থা সম্পর্কেও কথা বলেন মন্ত্রী। এ বিষয়ে সরকারের সব প্রস্তুতি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন সংরক্ষণ, বিতরণ ও পরিবহনসহ সব প্রস্তুতি রাখা হয়েছে। ভ্যাকসিন চাইলে বেসরকারি হাসপাতালগুলোতে দেয়া হবে।’

টিকার সুষ্ঠু বণ্টনে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘টিকা কীভাবে বণ্টন ও বিতরণ হবে সে বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। টিকা প্রয়োগ ও বিতরণ কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

জাহিদ মালেক বলেন, ‘ভ্যাকসিন রাখার জন্য ইতোমধ্যে আমরা নতুন কিছু ফ্রিজ কেনার ব্যবস্থা করেছি। বর্তমানে যেসব ফ্রিজ আছে সেগুলোতে অন্যান্য টিকা রয়েছে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুল হক, স্বাস্থ্যশিক্ষা সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেন ও অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন।

এ বিভাগের আরো খবর