সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার হেলপার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মুখ্য বিচারিক হাকিম রাগীব নূরের আদালতে হেলপার রশিদ আহমদ জবানবন্দি দেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের আদালত পরিদর্শক আবুল হাশেম।
আবুল হাশেম জানান, দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রশিদ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় চলন্ত বাসে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান বাসের চালক ও তার সহযোগী।
ওই তরুণীর বাবার ভাষ্য, পৌরসভার সুজানগর এলাকায় বাকি যাত্রীরা নেমে গেলে বাস ফাঁকা হয়ে যায়। এ সময় বাসের চালক ও হেলপার তার মেয়েকে উত্ত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে দুই জন ধর্ষণের চেষ্টা চালালে আত্মরক্ষায় চলন্ত বাস থেকে লাফ দেয় সে।
পরে অজ্ঞাতপরিচয় তিন জনকে আসামি করে মামলা করেন তিনি।
এ ঘটনায় সোমবার ভোরে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ বাজারের বুঙ্গাইরগাঁও থেকে হেলপার রশিদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণচেষ্টার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।