রাজশাহীর পুঠিয়া পৌরসভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেয়র পদে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী।
ধানের শীষ প্রতীকে বিএনপির আল মামুন জিতেছেন পাঁচ হাজার ৯২০ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কায় আওয়ামী লীগের রবিউল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ১৬০ ভোট। দুই জনের মধ্যে ভোটের ব্যবধান ৭৬০ ভোট।
সোমবার দেশে যে ২৪টি পৌরসভায় ভোট হয়েছে, তার মধ্যে প্রাথমিক ফলাফলে দুটিতে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। রাজশাহীর পুঠিয়া বাদে অন্যটি হলো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা। এখানে বিএনপির ফরিদ আহমেদ অলি ৩ হাজার ৮৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম আওয়ামী লীগের মাসুদুজ্জামান মাসুদ ৩ হাজার ১৩৯ ভোট পেয়েছেন।
অবশ্য এখানেও ভোটের ফলাফল অন্য রকম হতে পারত, যদি না সেখানে ক্ষমতাসীন দলে ঐক্য থাকত।
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে যুবলীগ নেতা গোলাম আযম নয়ন প্রার্থী হয়ে পেয়েছেন এক হাজার ১৭৪ ভোট। অর্থাৎ ক্ষমতাসীন দলের দুই নেতার মধ্যে ভোট ভাগাভাগির ফায়দা লুটেছেন বিএনপির প্রার্থী।
পুঠিয়ায় ভোট পড়েছে ৭৩ দশমিক ৮৮ শতাংশ।
এদিন জেলায় ভোট হয়েছে দুটি পৌরসভায়। দুটিতেই ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক। কোনো রকমের গোলযোগ ছাড়া এই নির্বাচনে একটিতে আওয়ামী লীগ হারলেও অন্যদিতে জয় পেয়েছে বিপুল ব্যবধানে।
কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের আব্বাস আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১৬৫ ভোট। এখানে প্রার্থী ছিলেন আরও দুই জন, যাদের ভোটের সংখ্যা নগণ্য।
আব্বাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী স্থানীয় জামায়াত নেতা মাজিদুর রহমান পেয়েছেন ৮৫৬ ভোট। বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৭৩ ভোট।কাটাখালীতে ভোট পড়েছে ৭৭ দশমিক ৫৯ শতাংশ।