রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাত ১২টার দিকে র্যাব-২ এর একটি দল ২২ বছর বয়সী সাগর ইসলামকে গ্রেপ্তার করে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ মাইক্রোবাস ও টাকা জব্দ হয়েছে।
‘র্যাব-২ এর একটি দল রাত সাড়ে ১১টার দিকে বেড়িবাঁধের জে, এম, এক্সপ্রেস ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনের সামনে তল্লাশী চৌকি বসায়।’
১২টার দিকে মাইক্রোবাসটি পৌঁছালে থামার জন্য সংকেত দেয় র্যাব। এসময় গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে সাগরকে আটক করা হয়।
দুটি প্লাস্টিকের বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ৫০ কেজি গাঁজা উদ্ধার হয় গাড়ি থেকে। জব্দ হয় মাইক্রোবাস ও সাড়ে নয় হাজার টাকা।
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে সাগর। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদক মামলা হয়েছে।