ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে ভোট শেষ হলো ২৪ পৌরসভায়। সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে যে অভিযোগ পাল্টা অভিযোগ আসে, সেগুলোও এবার কম।
তবে ঢাকার ধামরাই, পাবনার আটঘরিয়া ও খুলনার চাটমোহর পৌরসভায় কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। একটি পৌরসভায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতিকে ৪২ জন নাগরিকের চিঠির পর এই নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয় রাজনৈতিক অঙ্গনে।
গত কয়েক বছর ধরে বিভিন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকা নিয়ে সমালোচনা হচ্ছিল নির্বাচন কমিশন। আর তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের বাইরে এই অভিযোগটি ব্যাপক আলোচিত হয়। ফলে এই নির্বাচনকে কমিশনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।
সোমবার সকাল আটকায় ভোট শুরুর আগে থেকেই প্রায় সব কটি উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সারি দেখা যায়। চুয়াডাঙ্গায় সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করেও সকালে দলে দলে কেন্দ্রে হাজির হয় ভোটার।
ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে পরিচয় শনাক্ত হওয়ার পরেই তারা মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পছন্দের প্রার্থী বেছে নিতে পেরেছেন।
বিকেল চারটায় ২৩টি পৌরসভাতে ভোট শেষ হলেও কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন থাকায় দিনাজপুরের ফুলবাড়ীতে ভোট চলতে থাকে।
এই নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার ১৬০ জন। এদের বেশিরভাগই কাউন্সিলর প্রার্থী।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মেয়র প্রার্থী মোট ৯৩ জন। এই পদে লড়ছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও, যারা দলীয় প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
প্রার্থীদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৮০১ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৬৬ জন।
২৪টি পৌরসভায় মোট ভোটার ছয় লাখ ২৪ হাজার ৮০৭ জন। এর মধ্যে পুরুষ তিন লাখ সাত হাজার ৩৭ জন এবং নারী তিন লাখ ১৭ হাজার ৭৭০ জন।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান নিউজবাংলাকে জানান, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটের পরিবেশ ভালো ছিল। ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করেছেন তিনি।
পঞ্চগড় পৌরসভা নির্বাচনের ভোট চলাকালে জেলা রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের মোটরসাইকেল ভাঙচুর করার পর বন্ধ করে দেয়া হয় ভোটগ্রহণ।
এ ছাড়া কুষ্টিয়ার খোকসা পৌর নির্বাচনে নৌকার এজেন্টরা ইভিএমে নৌকার বাটন চেপে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী।