যুক্তরাজ্য থেকে কেউ দেশে এলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবে হবে।
দেশটিতে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বলে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী এই অনুশাসন দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘দুটো অপশন ছিল; বন্ধ করা বা স্ট্রং কোয়ারেন্টিন করা। লাস্টলি ডিসিশান হইছে স্ট্রং কোয়ারেন্টিনে যেতে হবে।’
লন্ডন থেকে বাংলাদেশে এলে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা আজ (সোমবার) রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
‘তার (যুক্তরাজ্যফেরত) যদি গতকালকেরও নেগেটিভ রেজাল্ট থাকে, তবুও তাকে কোয়ারেন্টিনে যেতে হবে।’
ঢাকার দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে জানিয়ে আনোয়ারুল বলেন, ‘কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে।’
ঢাকার বাইরের যাত্রীদের নিজ নিজ জেলায় কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কোয়ারেন্টিনে থাকার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকেই হোটেল খরচ দিতে হবে।