বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় দফায় ভাসানচরে নেয়া হচ্ছে রোহিঙ্গাদের

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১৩:৫২

দ্বিতীয় দফায় ভাসানচরে নেয়ার জন্য টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে ১১০ জনকে উখিয়ার অস্থায়ী ক্যাম্পে নেয়া হচ্ছে।

দ্বিতীয় দফায় ভাসানচরে নেয়ার জন্য রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে নেয়া হচ্ছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ১১০ জনকে নিয়ে দুইটি বড় বাস উখিয়ার উদ্দেশে রওনা হয়।

টেকনাফের ২৩ নম্বর শামলাপুর ক্যাম্প থেকে ২৫টি পরিবার ও অন্যান্য ক্যাম্পের তিনটি পরিবারকে অস্থায়ী ক্যাম্পের নিবন্ধন কার্যালয়ে নেয়া হচ্ছে।

কুতুপালং ক্যাম্প থেকে রোহিঙ্গাদের আনার জন্য ১০টি মিনি বাস সেখানে প্রস্তুত আছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত নিউজবাংলাকে বলেন, ‘মঙ্গলবার কক্সবাজার থেকে রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি ভাসানচরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।’

প্রশাসন রোহিঙ্গাদের জন্য ক্যাম্প প্রস্তুত করে রেখেছে। প্রথম বারের মতো এবারও তাদের প্রথমে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নেয়া হবে। তারপর সেখান থেকে বাসে করে নেয়া হবে চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাটে। এরপর সেনাবাহিনীর জাহাজে ভাসানচরে যাবেন রোহিঙ্গারা।

ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপপ্রকল্প পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির নিউজবাংলাকে বলেন, ‘দ্বিতীয় দফায় কক্সবাজার থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে আসার কথা রয়েছে। তাদের গ্রহণের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে দ্বিতীয় দফায় কত জন রোহিঙ্গা আসবে এখনই নিশ্চিত করতে বলতে পারব না।’

এর আগে ৪ ডিসেম্বর প্রথম দফায় নৌবাহিনীর সাতটি জাহাজে ভাসানচরে স্থানান্তর করা হয় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকে ছিল আরও প্রায় চার লাখ। বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা রয়েছে ৩৪টি ক্যাম্পে।

রোহিঙ্গাদের জন্য নিজস্ব অর্থায়নে দুই হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে সরকার। ডিসেম্বরে শুরু হয় স্থানান্তর প্রক্রিয়া।

এ বিভাগের আরো খবর