বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর, এক কেন্দ্রে ভোট বন্ধ

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১৩:১০

পঞ্চগড়ে তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ এসেছে। এক কেন্দ্রে জেলা রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে হয়েছে। আরেক কেন্দ্রে পাঁচটি মোটরসাইকেল পোড়ানোয় ভোট বন্ধ আছে। অন্য কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

পঞ্চগড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের (ডিসি) কাছে অভিযোগ করতে গেছেন।

সোমবার বেলা ১১টার দিকে পঞ্চগড় আদর্শ শিক্ষা নিকেতনে এ ঘটনা ঘটে।

জেলা রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তিনি ভোট পর্যবেক্ষণে কেন্দ্রের ভেতর গেলে একদল লোক এসে তার গাড়ি ভাঙচুর করে।

ভোটে আরও দুইটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রে ভোট বন্ধ আছে।

প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা গেট বন্ধ করে স্কুলের দোতলায় অবস্থান নিয়েছেন।

এদিকে পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের বাইরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী ভোট দিতে এলে তার সমর্থকরা উত্তেজিত হয়ে স্লোগান দিতে শুরু করে। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির মেয়র প্রার্থী তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকরা সহিংস আচরণ করছে। তারা সুষ্ঠু ভোট হতে দিচ্ছে না।

সোমবার সকাল আটটা থেকে দেশে পৌরসভা নির্বাচনের প্রথম ধাপ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত ২৪ পৌরসভায় ভোট চলবে।

এ বিভাগের আরো খবর