দেওয়ানবাগ দরবার শরিফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী মারা গেছেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টা ৪৮ মিনিটে মৃত্যু হয় ৭০ বছর বয়সী এই পীরের।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে দরবার শরিফের মিডিয়া মুখপাত্র ড. সাঈদ মেহেদি হাসান নিউজবাংলাকে বলেন, ‘হুজুর স্বাভাবিক ছিলেন। হঠাৎ করেই স্ট্রোক হলে আমরা বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
আরামবাগের দেওয়ানবাগ শরিফে মঙ্গলবার বাদ জোহর পীরের জানাজা হবে।
১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্ম মাহবুব-এ-খোদার। ভক্ত-অনুসারীদের কাছে তিনি পরিচিত ‘দেওয়ানবাগী পীর’ নামে।
ছয় ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা তার।