সোমবার সকাল ছয়টার দিকে মোংলা ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বাগেরহাটে মোংলা ইপিজেডে একটি সুতার কারখানায় লাগা আগুন সাড়ে পাঁচ ঘণ্টাতেও নেভেনি।
সোমবার সকাল ছয়টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ইপিজেডের জেনারেল ম্যানেজার মাহাবুব আহমেদ ছিদ্দিক নিউজবাংলাকে জানান, সকালে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে তুলা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন না নিভলেও নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।