বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটের অপেক্ষায় ২৪ পৌরসভা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ২৩:২৪

মোট ছয় লাখ ২৪ হাজার ৮০৭ জন ভোটার। কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিন সপ্তাহের প্রচারে প্রায় সোয়া ছয় লাখ ভোটারের সমর্থন আদায়ে নির্ঘুম প্রচারের পর এখন অপেক্ষায় প্রার্থীরা। রাত পোহালে সকাল আটটা থেকে ভোটাররা রায় দেবেন কাকে পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তারা।

২৪টি পৌরসভায় মেয়রের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নির্বাচিত করবেন ছয় লাখ ২৪ হাজার ৮০৭ জন ভোটার।

বরিশাল

জেলায় ভোট হবে বাকেরগঞ্জ ও উজিরপুর পৌরসভায়।

রোববার বিকালের মধ্যেই ভোটগ্রহণের জন্য ইভিএম মেশিন পাঠানো হয় কেন্দ্রে। এর আগে দুই পৌরসভা নির্বাচনে দায়িত্বরতদের দুই দিনের প্রশিক্ষণ দেয়া হয়।

এখানে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খলিলুর রহমান।

সংরক্ষিত নয় জন ও সাধারণ কাউন্সিল ২৫ জন প্রার্থীও রায়ের অপেক্ষায়। নয়টি কেন্দ্রের ৪৯টি কক্ষে ভোট দেবেন ১৫ হাজার ৩০৪ জন ভোটার।

ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: নিউজবাংলা

উজিরপুরে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী, বিএনপির শহিদুল ইসলাম খান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাজী শহিদুল ইসলাম।

সাধারণ কাউন্সিল পদের জন্য ২৪ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলের জন্য ৯ জন আছেন ভোটের লড়াইয়ে।

এখানে নয়টি ভোট কেন্দ্রের ৪১টি কক্ষে ভোট দেবেন ১১ হাজার ৯২৪ জন।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পৌরসভায় ৩৩টি কেন্দ্রে নেয়া হবে ভোট। দুপুরেই সেগুলোতে ইভিএম পাঠিয়ে দেয়া হয়। এর মধ্যে ১০টি পয়েন্টে ভোটারদের ইভিএমে ভোট দানের পদ্ধতি শেখানো হয়েছে।

পৌরসভায় ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮ জন।

মেয়র পদে লড়ছেন সাত জন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম মালিক খোকন, বিএনপির সিরাজুল ইসলাম মনি, ইসলামী আন্দোলনের তুষার ইমরান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মালিক মজু।

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ছবি: নিউজবাংলা

এ ছাড়া স্বতন্ত্র হিসেবে লড়ছেন মনিবুল হাসান পলাশ, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ ও তানভীর আহমেদ মাসরিকী।

সংরক্ষিত নারী কাউন্সিলর তিনটি পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলরের নয়টি পদে ৬৪ জন লড়াই করছেন।

বুধবার সকালে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু মারা যাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করেছে কমিশন।

কুষ্টিয়া

জেলার খোকসা পৌরসভায় হচ্ছে ভোট। রোববার বেলা ১২টায় উপজেলা থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সরবরাহ করা হয়।

নয়টি ওয়ার্ডে মোট নয়টি ভোটকেন্দ্রের জন্য ৭২টি ইভিএম মেশিন দেয়া হয়েছে। পাঁচটি করে ইভিএম মেশিনের বিপরীতে তিনটি মেশিন রিজার্ভ রাখা হচ্ছে।

প্রিজাইডিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনাকারীদের ইভিএম সম্পর্কে প্রশিক্ষণও দেয়া হয়েছে।

ভোট সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে বলে জানান কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

পৌরসভায় মেয়র পদে প্রার্থী দুই জন। এরা হলেন আওয়ামী লীগের তারিকুল ইসলাম ও বিএনপির নাফিজ আহম্মেদ খান রাজু।

নয়টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে ১০ জন অংশ নিয়েছেন।

পৌরসভায় ভোটার ১৪ হাজার ৯৪০ জন।

মানিকগঞ্জ

মানিকগঞ্জ পৌরসভার ভোট দিতে দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজের হল রুমে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরাঞ্জাম হস্তান্তর করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার।

এখানে মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন আর সংরক্ষিত নারী আসনে ১৫ জন প্রার্থী হয়েছেন।

এই নির্বাচনে ভোটার সংখ্যা ৫৫ হাজার ২০২ জন, এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৯৬৬ জন, নারী ২৮ হাজার ২৬৬ জন।

নয়টি ওয়ার্ডে ২৫টি কেন্দ্রের ১৪৫টি ভোট কক্ষে ভোটগ্রহণ হবে।

নির্বাচনি সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাচ্ছেন আনসার বাহিনীল সদস্যরা। ছবি: নিউজবাংলা

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ১৪৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৯০ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬১৯ জন পুলিশ ও ২২৫ জন আনসার দায়িত্ব পালন করবেন।

মৌলভীবাজার

এই জেলায় ভোট হবে বড়লেখা পৌরসভায়।

বিকেলে এখানকার নয়টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পাঠানো হয়। এসব কেন্দ্রে ৪৩টি ভোটকক্ষের প্রতিটির জন্য একটি করে ইভিএম পাঠানোর পাশাপাশি আরও তিনটি দেয়া হয়েছে জরুরি প্রয়োজনে ব্যবহার করতে।

নির্বাচনে দুই প্লাটুন বিজিবি, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজেস্ট্রেট ও সমস্ত পৌর এলাকায় একজন নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজ করবেন।

নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী ও ২৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপির আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র সাইদুল ইসলাম।

পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটার ১৫ হাজার ৪৪৩ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পঞ্চগড়

পঞ্চগড় পৌরসভায় ভোট নিতে দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়।

প্রিজাইডিং অফিসাররা মালামাল বুঝে নিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে নিজ নিজ কেন্দ্রে যান।

১৫টি কেন্দ্রে ৯৭ বুথে নেয়া হবে ভোট। মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা

জেলায় ভোট হবে ধামরাই পৌরসভায়। নয়টি ওয়ার্ডের ২১ কেন্দ্রে ১০৮টি কক্ষে নেয়া হবে ভোট। মোট ভোটার ৪২ হাজার ৬৪৪ জন।

মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের গোলাম কবির মোল্লা, বিএনপির দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ও ইসলামী আন্দোলনের শওকত হোসেন।

সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয় জন লড়াই করছেন।

ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কমিশনার মুনীর হোসাইন খান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাচনি মালামাল স্ব-স্ব কেন্দ্রে চলে গেছে। আনসার, বিজিবি ও র‌্যাব টহলে আছে। ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে নয় জন। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

ভোটের আগের দিন কুয়াকাটার এক প্রার্থীর অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় ভোটের আগের দিন সংবাদ সম্মেলন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার।

তার দাবি, নৌকার প্রার্থী আবদুল বারেক মোল্লার নির্দেশে তার ছেলে মাসুদ মোল্লা এবং ভাই লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার বাহিনী তার কর্মী-সমর্থকদের ওপর হামলা করছে, হুমকি দিচ্ছে। তার লোকদের কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মুহিব গত শুক্রবার থেকে নির্বাচনি এলাকায় অবস্থান করে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

তবে পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে জেলা প্রশাসনের বিশেষ নির্দশনা রয়েছে। মাঠে পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হবে।’

আরও যেসব পৌরসভায় ভোট

রংপুর বিভাগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ ও কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর।

রাজশাহী বিভাগে রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর ও পাবনার চাটমোহর।

খুলনা বিভাগে খুলনার চালনা।

বরিশাল বিভাগে বরগুনার বেতাগী।

ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন।

সিলেট বিভাগে সুনাগঞ্জের দিরাই, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ।

চট্টগ্রাম বিভাগে একমাত্র পৌরসভা হিসেবে ভোট হচ্ছে চট্টগ্রামের সীতাকুন্ডতে।

গত ২২ নভেম্বর প্রথমধাপে ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করেছিল ইসি। তবে গাজীপুরের শ্রীপুর পৌরসভার একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত হয়েছে নির্বাচন।

এ বিভাগের আরো খবর