বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারীদের কারাগারে যা যা আছে

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ২২:৩২

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে করা হয়েছে এই বন্দিশালা, যাতে থাকতে পারবেন ৩০০ জন নারী। ৩০ একর জমির ওপর নির্মিত এই কারাগারে থাকছে নানা সুযোগ সুবিধা।

উদ্বোধন হলো নারীদের জন্য আলাদা কারাগার। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ভেতর নারী বন্দিদের জন্য আলাদা এই কারাগার নির্মাণ করা হয়েছে। নাম দেয়া হয়েছে ‘মহিলা কেন্দ্রীয় কারাগার, ঢাকা’।

রোববার কারাগারটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতরে পূর্ব দিকে নির্মিত হয়েছে এই নারী কেন্দ্রীয় কারাগার। মোট ৩০০ জন বন্দি একসঙ্গে থাকতে পারবেন সেখানে।

কারাগার ঘুরে দেখা যায়, উত্তর পাশে রয়েছে চারতলা একটি ভবন। নাম বেগম রোকেয়া বন্দি ব্যারাক। এ ব্যারাকে ১৬টি ওয়ার্ড। দ্বিতল ইলা মিত্র সেল ভবনটি দক্ষিণ দিকে। দৃষ্টিনন্দন পুকুরঘেঁষা এই ভবনে ২৮টি কক্ষ রয়েছে।

কেরানীগঞ্জে নারীদের জন্য নতুন কারাগার। ছবি: নিউজবাংলা

এর পাশেই ১০ জন ভিআইপি বন্দি থাকার ব্যবস্থা নিয়ে একতলা সুলতানা রাজিয়া ডিভিশনাল ভবন।

পাশেই ডা. কাদম্বিনী মেডিক্যাল কারা হাসপাতাল।

১৮ বছরের কম বয়সের কিশোরী বন্দিদের জন্য বানানো হয়েছে আলাদা ভবন। নাম তার প্রীতিলতা কিশোরী ভবন।

করোনা মহামারির কথা বিবেচনায় রেখে কারাগারটিতে থাকছে আইসোলেশন ব্যবস্থা। রয়েছে মাঠ, মানসিক রোগীদের জন্য মেন্টাল ওয়ার্ড, ওয়াশিং প্লান্ট, শহীদ জননী জাহানারা ইমাম গ্রন্থাগার, গ্যাসের সংযোগসহ রান্নাঘর, কারারক্ষীদের জন্য গার্ড হাউজ, মজুদের জন্য খাদ্য গুদাম ও ফ্লাওয়ার মিল।

প্রায় ৩০ একর জায়গার উপর নির্মিত হয়েছে কারাগারটি।

উদ্বোধন উপলক্ষে দৃষ্টিনন্দন করতে নতুন এই কারাগার সাজানো হয়। কারাফটক সাজানো হয় ফুল আর বেলুন দিয়ে। কারাগারের রাস্তাজুড়ে আঁকা হয় আল্পনা।

২০১৬ সালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরুষ বন্দিদের পাঠানো হয় কেরানীগঞ্জের কারাগারে। আর তখন আলাদা ব্যবস্থা না থাকায় নারী বন্দিদের পাঠানো হয় কাশিমপুরের নারী কারাগারে। সেখানে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দি বাস করছেন।

নারীদের জন্য নির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারীদের আলাদা বন্দিশালা। ছবি: নিউজবাংলা

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন নিউজবাংলাকে জাানান, এই কারাগারটি চালু হলে কাশিমপুরে নারী বন্দিদের চাপ কমবে।

তিনি বলেন, ‘নারী বন্দিদের মানসিক ও শারিরীক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই কারাগারের পরিকল্পনা করা হয়েছিল। আমার বিশ্বাস, এসব সুযোগ-সুবিধা বন্দিদের মাঝে ইতিবাচক পরিবর্তন ঘটাবে।’

কারাগারে পুরুষ কর্মী নয়

কারা মহাপরিদর্শক জানান, নারীদের জন্য এই কারাগারটি পরিচালিত হবে শুধুমাত্র নারী কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে।

তিনি বলেন, উদ্বোধন হলেও এখনি সেখানে বন্দি রাখা হবে না। সেখানে পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে ও সব ব্যবস্থাপনার পূর্ণ সমন্বয় করে যত দ্রুত সম্ভব কাশিমপুরসহ দেশের বিভিন্ন কারাগার থেকে নারী বন্দিদের কেরানীগঞ্জে নিয়ে আসা হবে।

এখানে সাজাপ্রাপ্ত নারী বন্দিদের পাশাপাশি বিচারাধীন আসামিদেরও রাখা হবে।

এ বিভাগের আরো খবর