বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নেয়ার পর শিশুর মৃত্যু, তদন্তে কমিটি

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ২১:১৯

সিভিল সার্জন জানান, ‘টিকা দেয়ার পর সাত ধরনের প্রতিক্রিয়া হতে পারে। তবে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। শিশুটি মৃত্যুর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।’

চট্টগ্রামের লোহাগাড়ায় হাম-রুবেলার টিকা নেয়ার ২০ মিনিট পর সাত বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে চিকিৎসা প্রশাসন।

রোববার সকালে উপজেলার পশ্চিম কলাউজান সিকদার পাড়ার শমশু চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে। শিশুটির নাম নাওরাত হানিফ। সে ওই এলাকার চেয়ারম্যান বাড়ির প্রবাসী হানিফ চৌধুরী শিমুলের মেয়ে।

শিমুল বলেন, ‘সকাল ১০টার দিকে আমার মেয়েকে নিয়ে টিকা কেন্দ্রে যাই। এ সময় আমার মেয়েকে একটি টিকা দেন স্বাস্থ্য সহকারী জেয়াবুনিচ্ছা। বাড়িতে আনার কিছুক্ষণ পরপরই মেয়ে খারাপ লাগছে বলে জানায়।

‌‘এ সময় তার চেহারা লাল হয়ে যায়। মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। সকাল ১১টার দিকে লোহাগাড়া মা মনি হাসপাতালে নেয়া হলে আমার মেয়েকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

নওরাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর টিকা দিতে আসা স্বাস্থ্যকর্মীদের অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।

পরে ঘটনাস্থলে যান চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘শিশু নাওরাতকে যে ভায়াল থেকে টিকা দেয়া হয়েছে সেই ভায়াল থেকে আরও নয় শিশুকে টিকা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি।’

তিনি বলেন, ‘টিকা দেয়ার পর সাত ধরনের প্রতিক্রিয়া হতে পারে। তবে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। শিশুটি মৃত্যুর ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।’

এ বিভাগের আরো খবর