বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাপুলদের ৬৭০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ১৪:০৪

দুদকের করা মামলায় ৬১৭টি ব্যাংক হিসাব ও পল্টন থানায় সিআইডির করা মামলায় ৫৩টি ব্যাংক হিসাবের কথা জানানো হয়েছে।

দুই মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল ও তার স্ত্রীসহ ছয় জনের ৬৭০টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।

রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ বিচারক কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

দুদকের করা মামলায় ৬১৭টি ব্যাংক হিসাব ও পল্টন থানায় সিআইডির করা মামলায় ৫৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

পাপুল ছাড়া তার স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান, পাপুলের ব্যক্তিগত কর্মচারি মোহাম্মদ সাদিকুর রহমান মনির ও ভাই কাজী বদরুল আলম লিটনের হিসাব জব্দ হয়েছে।

দুই মামলায় আরও আসামি করা হয়েছে জব ব্যাংক ইন্টারন্যাশনাল ও এর ম্যানেজার গোলাম মোস্তফা এবং জে. ডব্লিউ লীলাবালীকে।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিউজবাংলাকে জানান, দুদক ৬১৭টি ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের আবেদন করলে আদালত এই আদেশ দেন।

৬১৭টির মধ্যে পাপুলের নামে ১৪৮টি, সেলিনার নামে ৩৪৫টি, ওয়াফার নামে ৭৬টি ও জেসমিনের নামে ৪৮টি ব্যাংক হিসাব আছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী তাপস কুমার পাল নিউজবাংলাকে জানান, সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ সুপার ইকবাল হোসেন পাপুলসহ আট জনের ৫৩টি হিসাব জব্দের আবেদন করলে আদালত মহানগর দায়রার বিচারক কেএম ইমরুল কায়েসকে তা আমলে নিয়ে লেনদেন বন্ধের আদেশ দেয়।

এর আগে পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের আট ব্যাংকের ৬১৩টি হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংক হিসাব জব্দের চিঠি তারা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে।

একই সঙ্গে তাদের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা ৩০.২৭ একর জমি ও গুলশানের ফ্ল্যাট বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্টার কার্যালয়েও চিঠি দিয়েছে কমিশন।

অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরপর বিষয়টি আলোচনায় আসে।

পাপুল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তদন্ত করে ৩৫৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা জমা পাওয়া যায়। এ ঘটনায় অবৈধ উপায়ে অর্থপাচার আইনে ২২ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা করা হয়।

এ বিভাগের আরো খবর