বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলন্ত বাসে ‘ধর্ষণচেষ্টা’: গ্রেপ্তার হয়নি কেউ

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ১৩:১৫

কলেজছাত্রীর বাবার ভাষ্য, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি বাসে দিরাই যাচ্ছিল ওই কলেজছাত্রী। পৌরসভার সুজানগর এলাকায় তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে গেলে বাস ফাঁকা হয়ে যায়। এ সময় বাসটির চালক ও হেলপার তাকে উত্ত্যক্ত করতে শুরু করে।

সুনামগঞ্জের দিরাইয়ে বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি জড়িত বা সন্দেহভাজন কেউ। তবে এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ।

শনিবার রাতে ওই কলেজছাত্রীর বাবা দিরাই থানায় অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে মামলা করে। তবে রোববার দুপুর পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘গতকাল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। মামলা করার আগেই আমরা কাজ শুরু করি। আগামীকাল দিরাই পৌরসভা নির্বাচন। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের এক জন দিরাই পৌর শহরের বাসিন্দা শেখ আলী হোসেন।

তিনি বলেন, ‘দিরাই উপজেলায় এমন ঘটনা প্রথম। একটি মেয়ে যদি নিরাপদে বাসে চলাচল করতে না পারে তাহলে কীভাবে হবে? ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেয়া হোক।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘ভিকটিমের সার্বক্ষণিক খোঁজখবর আমরা রাখছি।’

তিনি আরও জানান, এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য আরও কঠোর অবস্থান নেয়া হবে।

কলেজছাত্রীর বাবার ভাষ্য, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি বাসে দিরাই যাচ্ছিল ওই কলেজছাত্রী। পৌরসভার সুজানগর এলাকায় তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে গেলে বাস ফাঁকা হয়ে যায়। এ সময় বাসটির চালক ও হেলপার তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে দুই জন ধর্ষণের চেষ্টা চালালে আত্মরক্ষার্থে চলন্ত বাস থেকে লাফ দেন কলেজছাত্রী। এতে সড়কের পাশে পড়ে আহত হন তিনি।

পরে স্থানীয়রা আহত অবস্থায় দিরাই হাসপাতালে নেন ওই ছাত্রীকে। সেখানে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শনিবার মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

ওসমানী মেডিক্যালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‘ওই তরুণী মাথায় ও হাতে আঘাত পেয়েছেন। মাথার আঘাত গুরুতর মনে হচ্ছে।’

এদিকে বাসমালিকদের সহায়তায় চালক ও হেলপারকে চিহ্নিত করে তাদের ছবি পুলিশকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজছাত্রীর ভগ্নিপতি।

এ বিভাগের আরো খবর