চট্টগ্রামে কোতোয়ালি থেকে অস্ত্র বিক্রির সময় স্বরূপ বড়ুয়া (২৭) নামে পুলিশের এক কনস্টবলকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাত ১০টার দিকে একটি কালো রঙের রিভলবারসহ সিনেমা প্যালেস এলাকার আদর আবাসিক হোটেলের দ্বিতীয় তলার সিঁড়ির গোড়া থেকে তাকে আটক করা হয়। তবে ঘটনাটি জানাজানি হয় শনিবার রাতে।
স্বরূপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পারুয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের প্রকৃতি বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রাম শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
এই ঘটনায় শনিবার রাত ৮টার দিকে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন নগর ডিবি পুলিশের এসআই বিল্লাল হোসেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন নগর ডিবি পুলিশের (দক্ষিণ) পরিদর্শক বিশ্বজিৎ বর্মণ।
মামলা এজাহারে বলা হয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানতে পারেন সিনেমা প্যালেস এলাকার আদর আবাসিক হোটেলে অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে স্বরূপ বড়ুয়াকে আটক করা হয়। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। তাকে নগর ডিবি পুলিশ কার্যালয়ে নেয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘স্বরূপ বড়ুয়া নামে একজনের বিরুদ্ধে ডিবি পুলিশ থানায় মামলা করেছেন। শনিবার রাতেই আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা ও মিডিয়া) জসিম উদ্দীন বলেন, ‘স্বরূপ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলছে।’