হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নূরুল ইসলাম। নুরুল ইসলাম প্রয়াত আল্লামা নূর হোছাইন কাসেমীর স্থলাভিষিক্ত হবেন।
একই সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করে ঢাকা মহানগর কমিটিও পুনর্গঠন হয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো হেফাজতের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আল্লামা শফীর মৃত্যুর প্রায় দুই মাস পর গেল ১৫ নভেম্বর চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় নতুন নেতা নির্বাচনে সম্মেলন হয়। সারা দেশ থেকে ৩৭০ জন কওমি আলেম যোগ দেন এতে। সম্মেলনে মহাসচিব করা হয় নূর হোসাইন কাসেমীকে। গেল ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কাসেমী প্রতিষ্ঠার পর থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সভাপতি ছিলেন।
ভারপ্রাপ্ত মহাসচিবের পদ পাওয়া নুরুল ইসলাম ১৫ নভেম্বর ঘোষিত হেফাজতের নতুন কমিটির কেন্দ্রীয় নায়েবে আমিরের পদ পান। তিনি হেফাজত আমির জুনাইদ বাবুনগরীর অনুসারী হিসেবে পরিচিত। সম্প্রতি ফ্রান্স দূতাবাস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় তাকে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করলে আরেকটি শাপলা চত্বর তৈরির হুমকি দেন মামুনুল। এর পর চট্টগ্রামের হাটহাজারীতে এক মাহফিলে তার অংশ নেয়ার কথা থাকলেও চট্টগ্রাম নগর যুবলীগ ও ছাত্রলীগের প্রতিরোধের মুখে সেই মাহফিলে অংশ নেননি মামুনুল।
পরে সংবাদ সম্মেলন করে মামুনুল বলেছেন ভুল তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রশাসনকে উস্কে দেয়া হচ্ছে। তিনি কোনোভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে নন। মামুনুল কওমি মাদ্রাসাকেন্দ্রিক রাজনৈতিক দল খেলাফতে মজলিসেরও নেতা।
গেল ২৩ ডিসেম্বর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কার্যালয়ে এক বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। ওই বৈঠকেই মূলত হেফাজতের মহাসচিব নির্বাচিত করা হয়।