বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্র্যাব সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন সাত সাংবাদিক

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২০ ২১:৩২

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, ‘ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না। নেগেটিভ-পজিটিভ সব বিষয় তারা প্রতিবেদনের মধ্যে তুলে ধরেন। এতে আমরা আমাদের ভুল-ত্রুটিগুলো জানতে পারি।’

ক্র্যাব সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন সাত সাংবাদিক। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান ও নুরেআলম মিনা উপস্থিত ছিলেন। অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রাজী। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ক্র্যাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চারটি ক্যাটাগরিতে ক্র্যাব সেরা প্রতিবেদন পুরস্কার-২০১৯ এর জন্য সাত জনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে এক জন দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। অনুসন্ধানী প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর হুজায়ফা মুহাম্মদ (আহমেদ জায়িফ)। অনুসন্ধানী প্রতিবেদন-২ ( টেলিভিশন/রেডিও) যৌথভাবে পুরস্কার পেয়েছেন সময় টিভির খান মুহাম্মদ রুমেল ও এনটিভির সফিক শাহীন।

মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) পেয়েছেন ডেইলি স্টারের জামিল খান।

নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের জামিল খান এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন-২ (টেলিভিশন/রেডিও) পান দীপ্ত টিভির আসিফ জামান সুমিত।

মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-১ (টেলিভিশন/রেডিও) পুরস্কার পেয়েছেন বাংলাভিশনের দিপন দেওয়ান। মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-২ (আখতারুজ্জামান লাবলু স্মৃতি পদক) পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের আমানুর রহমান রনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান বলেন, ‘ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না। নেগেটিভ-পজিটিভ সব বিষয় তারা প্রতিবেদনের মধ্যে তুলে ধরেন। এতে আমরা আমাদের ভুল-ত্রুটিগুলো জানতে পারি। এ ছাড়া তারা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক ও ভালো কাজগুলো তুলে ধরেন।’

অনুষ্ঠানে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি-২০১৯ এর নেতাদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এ ছাড়া ক্র্যাবের আট জন নতুন অস্থায়ী সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ক্র্যাব সদস্যসহ দেশের যেসব মানুষ মৃত্যু বরণ করেছেন, তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন উপস্থিত সদস্য ও অতিথিরা।

এ বিভাগের আরো খবর