প্রযুক্তির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
পঞ্চগড়ের বোদার ময়দানদীঘি বি এল উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।
‘মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা বিরোধিতা করে শুধু ধর্মের কথা বলে, তাদের বলতে চাই, কিছু মৌলভী ইংরেজি পড়া ও ছবি তোলাকে হারাম বলেছিল। একসময় মাইক ব্যবহারেও নিষেধাজ্ঞার ফতোয়া এসেছিল।’
প্রযুক্তির অবদান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মানুষের কাজ করে রোবট, ধান কাটে মেশিন। একসময় পশু ব্যবহার করে মানুষ হাল চাষ করত। এখন যন্ত্র আবিষ্কার হয়েছে। কাজেই প্রযুক্তির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। যারা ধর্মককে ব্যবহার করে দেশকে পিছিয়ে নিতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।’
ময়দানদীঘি বি এল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও ঢাকা-বাংলাবান্ধা (এন-৫) জাতীয় মহাসড়কের পঞ্চগড় সড়ক বিভাগাধীন অংশে হার্ট শোল্ডার নির্মাণ কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী।
পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী পরিচালক ফিরোজ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি এবং বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা।