চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লাভ লেন এলাকায় নির্মাণাধীন দেয়াল ধসে দুই জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক জন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাভ লেনে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন মো. সোলায়মান (২০) ও মো. শুক্কুর (২১)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, লাভ লেন এলাকায় দেয়াল ধসের ঘটনায় শ্রমিক সোলায়মান ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে আনার পর নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শুক্কুরের।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘নির্বাচন কমিশন অফিসের পাশে সীমানা প্রাচীর নির্মাণ করছিল শ্রমিকরা। এ সময় ওই দেয়াল ধসে পড়ে। এতে আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গেছে। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানানো যাবে।