গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছে।
শনিবার সকালে জেলার কালিয়াকৈরের কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই জনের মধ্যে এক পুরুষ ও এক নারী রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী দোকানদার মো. মুজাফফর জানান, সকাল সাড়ে ৯টার দিকে কালামপুর মৃধাবাড়ি এলাকায় ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই দুই জন। তাদের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। ট্রেন আসছে বলে ওই দুই জনকে সতর্কও করা হয়েছিল। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি আন্তঃনগর ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মরদেহ দুইটি রেল লাইনের উপর পড়ে থাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন প্রায় এক ঘণ্টা পাশের মৌচাক স্টেশনে অবস্থান নেয়। ঢাকা-রাজশাহী রেলরুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন লাইন থেকে মরদেহ দুইটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহগুলোর পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।