করোনা আক্রান্ত যাত্রী এনে এবার পাঁচ লাখ টাকা জরিমানা গুনলো কাতার এয়ারওয়েজ। করোনা আক্রান্ত হয়েও উড়োজাহাজে ভ্রমণ করায় সংশ্লিষ্ট যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকাল ৫ টা ২০ মিনিটে দোহা থেকে ঢাকায় আসে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-৪১৯। ঢাকায় পৌঁছানোর পর ওই ফ্লাইটের যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে একজন করোনা আক্রান্ত পাওয়া যায়।
পরে দায়িত্বে অবহেলার জন্য কাতার এয়ারওয়েজকে জরিমানা করেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল বলেন, ‘করোনা আক্রান্ত যাত্রীকে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’
শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে সরকার। মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চালানো হচ্ছে। এর আগে করোনা আক্রান্ত যাত্রী আনায় জরিমানা গুনেছে এয়ার এশিয়া, ইত্তিহাদ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স।
আর করোনা সনদ ছাড়া যাত্রী পরিহন করার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে জরিমানা করা হয়েছে। এয়ারলাইন্সগুলো নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নিতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সর্বোচ্চ চার সপ্তাহের জন্য ফ্লাইট বাতিলের নিয়ম করা হয়েছে। করোনা প্রতিরোধে বাংলাদেশের উদ্দেশে ফ্লাইট ছাড়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীর পিসিআর ল্যাবে করোনার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরে যাত্রীদের সেই সনদ দেখাতে হবে।
কোনো যাত্রীর করোনার উপসর্গ দেখা গেলে নেগেটিভ সনদ থাকলেও বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর বিধান রাখা হয়েছে।