বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানবিরোধী ভারতীয় ওয়েবসাইট বন্ধ তুরস্কে

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ২২:২৭

ইইউ ডিসিনফোল্যাবের অনুসন্ধান বলছে, ভারতের ৭৫০টির বেশি ওয়েবসাইট ১১৯ দেশে গত ১৫ বছর ধরে ইউরোপীয়ান ইউনিয়ন ও জাতিসংঘের সামনে পাকিস্তানকে নিচু দেখাতে 'দ্য ইন্ডিয়ান কর্নিকেলস' নামের প্রকল্প চালাচ্ছে।

পাকিস্তানবিরোধী অপ্রচার চালানোর অভিযোগে ভারতের একটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে তুরস্ক।

আঙ্কারায় পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তা আব্দুল আকবর টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পাকিস্তানকে অপমান করায় ‘হামেভাসের ডট কম’ নামের ওয়েবসাইটটি বন্ধ করে দেয়া হয়েছে।

তুরস্কের কনস্ট্যান্টিনোপলে ১৯০৯ থেকে ১৯১১ সালে প্রতি সপ্তাহে ‘হামেভাসের হিব্রু’ নামের পত্রিকাটি প্রকাশ হতো।

এতে পাকিস্তানকে অপমান করে ভারতের বীরত্বের ইতিহাস ছাপা হতো।

ইইউ ডিসিনফোল্যাবের প্রতিবেদন বলছে, পাকিস্তানকে হেয় করতেই ভারতীয়রা এই ওয়েবসাইটি তৈরি করে।

ইইউ ডিসিনফোল্যাবের অনুসন্ধান বলছে, ভারতের ৭৫০টির বেশি ওয়েবসাইট বিশ্বের ১১৯ দেশে ১৫ বছর ধরে ইউরোপীয়ান ইউনিয়ন ও জাতিসংঘের সামনে পাকিস্তানকে নিচু দেখাতে 'দ্য ইন্ডিয়ান কর্নিকেলস' নামের প্রকল্প চালাচ্ছে।

ইইউ ডিসিনফোল্যাবের অনুসন্ধানে আরও বলা হয়েছে, শ্রীবাস্তব গ্রুপের অপারেশনকে প্রচার করে আসছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম- এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই )।

ভারতের সঙ্গে বিরোধপূর্ণ দেশগুলো যেমন পাকিস্তান ও চীনের বিরুদ্ধে অপপ্রচার ছড়াতে ব্যবহার হয় এসব ওয়েবসাইট।

ইইউ ডিসিনফোল্যাব বলছে, দীর্ঘমেয়াদী এই প্রকল্পের লক্ষ্য চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আন্তর্জাতিক সমর্থন আদায় করা।

এই কাজে বিভিন্ন পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার পাশাপাশি কাজ করছে ভারতের থিংক ট্যাংক, যারা ইউরোপের বিভিন্ন সংস্থাকে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ভ্রান্তিকর তথ্য দিয়ে থাকে।

এ বিভাগের আরো খবর